ভ্যাকসিন নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছিল একটি ভুল সংবাদের প্রেক্ষিতে, সেটি ভারতের সেরাম ইনস্টিটিউট এবং স্বাস্থ্য সচিব নিরসন করে দিয়েছেন। এরপরও বিএনপি এবিষয়ে কথা বলে বিভ্রান্তি ছড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে, সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় বৃহত্তর ঐক্য গড়ে তোলার দিকে মন না দিয়ে নিজ দলের ঐক্য ধরে রাখার চেষ্টা করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ডান, বাম, অতি বাম, অতি ডান, প্রতিক্রিয়াশীল এবং ধর্মান্ধ গোষ্ঠি সবাইকে এক করে ২০১৮ সালের নির্বাচনে তারা চেষ্টা করেছিলো, সরকারের বিরুদ্ধে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে। দেখা গেলো যে, সেই ঐক্য কাচের গ্লাসের মতে ভেঙে গেছে। যেই দলগুলো একত্রিত হয়েছিলো সেই দলগুলোর আভ্যন্তরীণ ঐক্যই নেই এবং বিএনপির ভেতরেই ঐক্য নেই।
তথ্যমন্ত্রী আরো বলেন, ভ্যাকসিন নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছিল একটি ভুল সংবাদের প্রেক্ষিতে, সেটি ভারতের সেরাম ইনস্টিটিউট এবং স্বাস্থ্য সচিব নিরসন করে দিয়েছেন। এরপরও যারা এসব কথা বলে আসলে তারা জনগণের মধ্যে প্রথম থেকে যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে আসছিল। সেই ধারাবাহিকতায় রিজভী আহমেদসহ বিএনপির নেতারা এ সমস্ত কথা বলছেন। বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে ভ্যাকসিন পাবে।১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিএনপি বিক্ষোভ কর্মসূচি ডেকেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, তারা বিক্ষোভ কর্মসূচি অন্যদিন করতে পারতো। ৯ জানুয়ারি বা ১১ জানুয়ারি করতে পারতো। আর বিক্ষোভ কর্মসূচির সঙ্গে তাদের যে জোটসঙ্গী জামায়াত আছে, যারা বাংলাদেশের অভ্যুদয়ে বিরোধিতা করেছিল দলগতভাবে। এমনকী পাকিস্তানের পক্ষে লড়াই করেছিলে। তাদের নিয়ে ১০ জানুয়ারি বিক্ষোভ করা মানে তারা যে স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না সেটি সত্য বলে শিকার করে নিল।
এসময় আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা আবদুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, মির্জা কাদের যে বক্তব্য রেখেছেন সেটির ব্যাখ্যা তিনি ইতোমধ্যে দিয়েছেন। তিনি বলেছেন, তিনি নোয়াখালীর অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন। সারা দেশের রাজনীতি নিয়ে তিনি কোনো কথা বলেননি, এটি তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন। মির্জা কাদেরের বক্তব্যতে আমি মনে করি, আমাদের দলের মধ্যে যে গণতন্ত্র আছে, যে কেউ তার অভিমত ব্যক্ত করতে পারে, সেটারই বহিঃপ্রকাশ। এরকম অভিমত আমাদের দলের মধ্যে বহুজন বহু আগে ব্যক্ত করেছেন। তিনি যেহেতু আমাদের দলের সাধারণ সস্পাদকের ছোট ভাই সেজন্য তারটা বেশি প্রচার হয়েছে, এটিই শুধু ভিন্নতা।
ঢাকা,বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।