ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়ে যাওয়া শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজটির বিধ্বস্তের স্থান শনাক্ত করা গেছে, দাবি কর্তৃপক্ষের।বোয়িং ৭৩৭ যাত্রীবাহী প্লেনটি শনিবার (০৯ জানুয়ারি) আনুমানিক ৬২ জন যাত্রী নিয়ে উড্ডয়নের চার মিনিটের মধ্যেই নিখোঁজ হয়।নৌবাহিনীর সাহায্য নিয়ে প্লেনটির ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য সম্ভাব্য ওই স্থানে ইতোমধ্যে দশটিরও বেশি জাহাজ পাঠানো হয়েছে। একইসঙ্গে সেখান থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা।রাতভর অভিযানের ফলে বিমানটি যে জায়গা ধ্বংস হয় ওই এলাকা শনাক্ত করা গেছে। তারপরও উদ্ধারকারীদের চোখে ঘুম নেই। হেলিকপ্টার-জাহাজ নিয়ে নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।
জাকার্তা পুলিশের একজন মুখপাত্র ইউসরি ইউনূস বলেন, অনুসন্ধান এবং উদ্ধারদলের কাছ থেকে দুটি ব্যাগ পাওয়া গেছে। একটিতে রয়েছে যাত্রীদের মালামাল। আর অন্যটিতে রয়েছে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার, ১০ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।