সিলেটের এমসি কলেজে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৩ই জানুয়ারি ঠিক করেছে আদালত। রোববার (১০ জানুয়ারি) সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, চাঞ্চল্যকর এ মামলায় আজ অভিযোগ গঠনের কথা ছিলো। আদালতে আসামিপক্ষ সময় আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
এসময় আসামিপক্ষের আইনজীবী আসামি তারেকুল ইসলাম তারেকের জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। এর আগে, সকালে কঠোর নিরাপত্তায় মামলার আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ।
গত ২৫শে সেপ্টেম্বর সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান আসামি সাইফুরসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
সিলেট,রোববার,১০ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।