৭৫ এর পৈশাচিক হত্যাকাণ্ড না ঘটলে দেশ উন্নয়নের কক্ষচ্যুত হতো না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মর্যাদা ধরে রেখে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। অর্থনৈতিক সূচকে অগ্রগতি নিশ্চিত করে দেশের প্রতিটি মানুষের আবাস গড়তে সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০ জানুয়ারি) জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় গণভবন থেকে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
ঙ্গবন্ধু কন্যা বলেন, স্বাধীনতার শতবর্ষে কেমন থাকবে বাংলাদেশ? সেই পরিকল্পনা নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। তিনি বলেন, জাতির পিতাই প্রথম ভূমিপুত্র হয়ে এ দেশের শাসনভার গ্রহণ করেছিলেন।
জাতির পিতার সংগ্রামী জীবনের ত্যাগ-তিতিক্ষা তুলে ধরে তার জ্যেষ্ঠ কন্যা বলেন, বিরুদ্ধ পরিবেশেও মুক্তির আলো জ্বেলেছিলেন বঙ্গবন্ধু।
৭৫ এর পৈশাচিক হত্যাকাণ্ড না ঘটলে দেশ উন্নয়নের কক্ষচ্যুত হতো না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মর্যাদা ধরে রেখে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। অর্থনৈতিক সূচকে অগ্রগতি নিশ্চিত করে দেশের প্রতিটি মানুষের আবাস গড়তে সরকার বদ্ধপরিকর বলেও জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ২০৭১ সালে আমাদের স্বাধীনতার শতবর্ষে উদযাপন হবে, আমাদের আগামী প্রজন্ম সেটা কিভাবে উদযাপন করবে হবে সেই কথা চিন্তা করেই আমরা কিন্তু পরিকল্পনা হাতে নিয়েছি। সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে আর দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সাথে জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে দেশকে মুক্ত রেখে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত এবং অসম্প্রাদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো। জাতির পিতার প্রত্যাবর্তন দিবসে এটাই আমাদের প্রতিজ্ঞা।তিনি বলেন, এ জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজ তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারাবিশ্বে যে মর্যাদা পেয়েছে এ মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো এবং জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবো।
বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘জাতির পিতা এই জাতিকে ভালোবেসেছেন। আমাদের একটাই চিন্তা যে জাতির জন্য আমাদের মহান নেতা জীবন দিয়ে গেছেন, সেই জাতির কল্যাণ করা, তাদের জীবন সুন্দর করা এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ‘
মুজিববর্ষে সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা হবে জানিয়ে সরকার প্রধান বলেন, ‘ভূমিহীন, গৃহহীন মানুষকে আমরা ঘর করে দেবো। আওয়ামী লীগ নেতাকর্মীদের বলবো, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগসহ আমাদের যত সংগঠন আছে প্রত্যেককে আমরা অনুরোধ করবো, আপনার বাড়ির পাশে যদি কেউ ভূমিহীন থাকে, গৃহহীন থাকে, নিঃস্ব থাকে তাদের কথা জানাবেন, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বিনে পয়সায় ঘর করে দেবো। …আওয়ামী লীগ জনগণের সরকার, জনগণের সেবক।
ঢাকা,রোববার,১০ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।