গাজীপুরের কালিয়াকৈরে বাসাবাড়িতে আগুন লেগে ৪ জন নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভোরে কালামপুর এলাকায় একটি বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আগুন লাগার কারণ জানা যায়নি।
গাজীপুর,সোমবার,১১ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।