রাজধানীর উত্তরখানে একটি গাঁজা গাছসহ সজীব ভূঁইয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টা দিকে উত্তরখান বাতুরিয়া এলাকায় সজীবের নিজ বাসায় অভিযান চালিয়ে ১০ থেকে ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।এ ব্যাপারে কথা হয় উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখান বাতুরিয়া এলাকায় সজীবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে এই গাঁজা গাছসহ সজীবকে আটক করা হয়।
ঢাকা,সোমবার,১১ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।