মিরপুর-১২ নম্বর সেকশনে সিরামিক এলাকায় এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী রিকশাচালক রবিউলকে আটক করেছে পুলিশ।সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উত্তর কালশি সিরামিক রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।পল্লবী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ স্বামী ও দুই সন্তানকে নিয়ে ওই এলাকায় থাকতেন। মরদেহ পুলিশ হেফাজতে আছে। বিস্তারিত জানান চেষ্টা করা হচ্ছে।
ঢাকা,সোমবার,১১ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।