ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকাবাসী নামে একটি সংগঠন।মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।এরপর একটি মিছিল বাহদুর শাহ পার্ক প্রদক্ষিণ শেষে রাজধানীর নবদ্বীপ বাসক লেনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় ঢাকাবাসী সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক মিঠু বলেন, ভিত্তিহীন এই ষড়যন্ত্রমূলক মামলা সাবেক মেয়র সাঈদ খোকনের সুন্দর কাজগুলোকে অবমূল্যায়ন ও হেয়প্রতিপন্ন করার জন্য করা হয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর অবিলম্বে সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ওমর আলী বলেন, আজকে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছি। এই সমাবেশে দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে আনীত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে অভিযানের নামে যাদের রুটি রুজির ওপর বুলডোজার চালানো হলো এবং দোকানপাট ভেঙে দিলো এতে শত শত লোক বেকার হয়েছে, শত শত দোকান মালিক পথে বসেছে, তাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
ঢাকা,মঙ্গলবার,১২ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।