নরসিংদী সংবাদ দাতা। নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নে ঠোট রামচন্দ্রদী গ্রামে প্রেম করার অপরাধে প্রেমিক ম্যাডিকেল টেকনিশিয়ান সাইফুলকে বেধরক মারপিট করে গুরুতর আহত করেছে প্রেমিকার পিতাও ভাই, সাইফুল এখন মারাত্বক ভাবে আহত হয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে।
খোজ নিয়ে জানাযায় প্রেম গঠিত বিষয় কে কেন্দ্র করে মেয়ের বাবা আমিনুল তার নিজ মেয়েকে দিয়ে খবর দিয়ে প্রেমিক ম্যাডিকেল টেকনিশিয়ান সাইফুলকে বাড়িতে নেয়। বাড়িতে নিয়ে ছাইফুলকে হাত পা বেধে একটি কক্ষে আটকিয়ে আমিনুল তার ছেলে তারেক বেধরক মারপিট করতে থাকে। একপর্যায়ে সাইফুলের নিকট থেকে ৪/৫ টি সাদা কাগজে স্বাক্ষর নেয়। এর পরও তাকে গভীর রাত পর্যন্ত মারপিট করে। মারের চোটে সাইফুল জ্ঞান হারিয়ে ফেললে সাইফুলকে মৃত ভেবে আমিনুলের বাড়ির অদুরে ফেলে রেখে চলে আসে। খবর পেয়ে সাইফুলের ভাই ও আশপাশের লোকেরা তাকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ঘটনাটি গঠেছে গত ৯ জানুয়ারী রাতে মাধবদী থানার ছোটরামচন্দ্রদী গ্রামে।খোজ নিয়ে জানা গেছে সাইফুল প্রথমে মাধবদী দেওয়ান হাসপাতালে ও বর্তমানে মাধবদীস্ত ঢাকা ডায়াগনেষ্টিক হাসপাতারে প্যাথলজি বিভাগে টেকনলজিষ্ট পদে চাকুরী করে আসছে।সাইফুল এ প্রতিবেদককে জানায় একই গ্রামের আমিনুলের মেয়ের সাথে তার প্রায় ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক। ঘটনার দিন সাইফুলের মেয়ে তাকে ফোন করে বাড়িতে নেয়। সে আরো বলে তাকে মারপিট করার সময় আমিনুল তার মেয়েকে অন্য রুমে তালা বদ্ধকরে করে রেখে তার উপর পৈচাশিক নির্যাতন করেছে । এলাকার মানুষ জানায় আমিনুলের নতুন ধন-সম্পদের মালিক হয়ে ধরাকে সড়া জ্ঞান করে। এলাকায় আমিনুল সম্পর্কে অনেক কুকীর্তির কথা মুখে মুখে শোনা যায়। আমিনুলের বিরুদ্ধে আরো বহু অভিযেগ রহিয়াছে।
নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী,মঙ্গলবার,১২ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।