রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় ইজদাদুল হক নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে শ্যামলী ওভার ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, রাতে শ্যামলী ওভার ব্রিজের সামনে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও দু’টি রিকশাকে চাপা দেয়। এতে কতজন আহত হয়েছেন জানা যায়নি। তবে একজন মারা গেছেন।
তিনি আরও জানান, ঘটনার পর পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সড়কে সামান্য ফাঁকা জায়গা পেতেই হঠাৎ পানিবাহী একটি ট্রাক দ্রুত গতিতে সামনে এগিয়ে আসে। ট্রাকটি প্রথমে একটি বাস ও সিএনজিকে ডান পাশ থেকে ধাক্কা দেয়। একই পাশে থাকা মোটরসাইকেল আরোহী ইজদাদুল হক ট্রাকের নিচে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। একই সময় নিয়ন্ত্রণহীন ট্রাকটি দুটি রিক্সা ও একটি সিএনজিকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে দিলে আহত হন আরও দুজন জন। পরে গুরুতর অবস্থায় ইজদাদুলকে ঢাকা মেডিকেলে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের বোন জামাই ওবায়দুল হক জানান, ইজদাদুল এক স্বজনকে দেখতে শিশু হাসপাতালে যাচ্ছিলেন। পথে তিনি দুর্ঘটনার শিকার হন। ইজদাদুল বাংলাবাজার হক শপ পাবলিকেশনে কাজ করতেন। চার মাস আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় কাজ করতে আসেন। এরপর তিনি গেন্ডারিয়ার লোহারপুল এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা সদরের কোতোয়ালি থানা রসুলপুর গ্রামে। বাবা কৃষক আনিসুল হক।
ঢাকা,বুধবার,১৩ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।