বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি। বুধবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টা থেকে বিএনপির এই বিক্ষোভ চলছে।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন্নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।
এদিকে প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভকে কেন্দ্র করে পুরো প্রেসক্লাব ও আশপাশ এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা,বুধবার,১৩ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।