২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে আওয়ামী লীগ জোর করে ভোট ডাকাতি করে নিয়ে গেছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ঠিক একই কায়দায় বিভিন্ন পৌর নির্বাচনে তারা ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে, ঠাকুরগাঁওয়ে কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।এসময় মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার কোনো যোগ্যতা নেই। অবিলম্বে এই নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত।
তিনি আরো বলেন, ইতিমধ্যেই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এবং জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি অতি দ্রুত জনগণ ঐক্যবদ্ধ হবে। এখনো সময় আছে সরকারের উচিত হবে পদত্যাগ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এবং জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া। অবশ্যই সেটা একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়৷
ঠাকুরগাঁও,শুক্রবার,১৫ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।