পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দেবে। এটা সরকারের দায়িত্ব। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পৌর নির্বাচনের প্রচারণা শান্তিপূর্ণ হয়েছে। অতীতের মতো এখন স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত ও রক্তপাত হয় না। আগামীকাল (শনিবার) ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকায় সরকার কোনও হস্তক্ষেপ করবে না।’ এমনকি অতীতের মতো এবার সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সরকার সহযোগিতা করছে বলেও জানান ওবায়দুল কাদের।শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরো পরিচ্ছন্ন, আধুনিক গণতান্ত্রিক এবং স্মার্টার দলে রূপান্তর করতে চাই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ভিতকে আরো মজবুত করতে আওয়ামী লীগ সচেষ্ট।
তিনি বলেন, দেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে আওয়ামী লীগেই আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার সুযোগ সবচেয়ে বেশি।
‘সরকারকে জনগণ ক্ষমা করবে না’ মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে। বিএনপির সব কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে।
ওবায়দুল কাদের বলেন, হ্যাঁ-না ভোটের মাধ্যমে যারা ভোট ডাকাতি শুরু করেছিল, রাতের বেলায় কারফিউ গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র শিখিয়েছিল, তাদের জনগণ এখনো ক্ষমা করেনি। আর ক্ষমা করেনি বলেই বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঢাকা,শুক্রবার,১৫ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।