আজ শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।দীর্ঘ ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। কুয়াশা আর শিশিরের কারণে ডে নাইট ম্যাচের সময়ে আনা হয়েছে পরিবর্তন।
প্রস্তুতির পাঠ চুকে গেছে, এবার ময়দানি লড়াইয়ের অপেক্ষা। লম্বা ব্রেকের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জতো আছেই, তার উপর দ্বিতীয় সারির দলের বিপক্ষে ম্যাচ। পা হরকালেই ধেয়ে আসবে দুয়োধ্বনি। তাইতো সাবধানি স্বাগতিক দল।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ক্যারিবিয়দের দলটিকে দ্বিতীয় সারির বলা হলেও বোলিং ইউনিট অনেক শক্তিশালী। সিরিজটি কঠিন হবে, তবে শুরুটা ভালো করতে হবে।প্রথম ওয়ানডের পর ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ানডে এবং প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ২৫ জানুয়ারি এবং ৩-৭ ফেব্রুয়ারি হবে। ১১ ফেব্রুয়ারি দুই দলের মধ্যকার শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে।
ক্রীড়া ডেস্ক,,বুধবার,২০ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।