সকাল ১০টার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে প্রায় এক বছর পর মাঠে ফেরাটা সুখকর হলো না টাইগারদের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ে নেমে বৃষ্টির বাধায় বন্ধ হয়ে যায় খেলা।সকাল সাড়ে ১১টায় খেলা শুরু হয়। বৃষ্টির বাধায় খেলা স্থগিত হওয়ার আগ পর্যন্ত তিন ওভার তিন বল খেলা হয়েছে। এতে এক উইকেটে ১৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র উইকেটটি ঝুলিতে ভরেছেন পেসার মুস্তাফিজুর রহমান।
ক্রীড়া ডেস্ক,,বুধবার,২০ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।