ঢাকা উত্তর সিটির খালগুলো দখলমুক্ত করার পাশাপাশি সেগুলো সংরক্ষণ করে সীমানা পিলার বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ডিএনসিসির পূর্বাঞ্চলের কয়েকটি ওয়ার্ড পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাএ সময় দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের সুতিভোলা ও কড্ডা খাল পরিদর্শন শেষে মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।এসময় তিনি আরো বলেন, খালের সীমানায় যত বড় শক্তিশালী ব্যক্তির স্থাপনাই থাকুক না কেন, তা উচ্ছেদ করা হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, নদীতে যেমন সীমানা পিলার আছে তেমনি খালেরও পিলারের বিষয়টি নিয়ে ঢাকার ডিসির সঙ্গে কথা হয়েছে। খালের দুই ধারে সীমানা নির্ধারণ করে দিতে হবে। আর এই সীমানার মধ্যে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। এ সংবাদ কিন্তু আমরা সবাইকে দিয়ে যাচ্ছি।
এসময় ইউনাইটেড গ্রুপের দখল করা ওই সড়কটি মেয়রকে দেখিয়ে অভিযোগ জানান ৪১ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ মেয়রকে উদ্দেশ্য করে জানান যে, এই সড়ক ব্যবহার করতে গেলে ইউনাইটেড গ্রুপের লোকজন অস্ত্র দিয়ে ভয় দেখায়। সড়ক ব্যবহার করতে হলে টোকেন দেখাতে হয়।
কাউন্সিলর এবং জনগণের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএনসিসি মেয়র তাৎক্ষণিকভাবে সড়কটির মুখে থাকা গেট ভেঙে দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।
ঢাকা,বুধবার,২০ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।