রাজধানী মালিবাগে পাশবিক নির্যাতন চালিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনায় গৃহপরিচারিকা রেখাকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২০ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় মামার বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হয় পুলিশ। রেখার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে। ঢাকা থেকে আসা পুলিশের একটি টিম, বালিয়াডাঙ্গি থানা পুলিশ এবং রাণীশংকৈল থানা পুলিশ যৌথভাবে রেখাকে গ্রেপ্তার করে।
রাজধানীর মালিবাগে গৃহকর্ত্রীর বৃদ্ধা মা’কে অমানবিক নির্যাতন চালিয়ে অর্থ ও স্বর্ণালংকার চুরি করে পালিয়েছিল গৃহপরিচারিকা , রেখা। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে বাদি হয়ে মঙ্গলবার রাতেই মামলা করেছিলেন। আহত বৃদ্ধা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন ডাক্তাররা।
ঢাকা,বৃহস্পতিবার,২১ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।