রাজধানীর পল্লবীতে অবৈদ্ধ দোকানপাট উচ্ছেদ করতে যেয়ে বাধার মুখে পেড়েছে সিটি করপোরেশন। এসময় এলাকাবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল পল্লবীতে সড়কের উভয় পাশে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করা হয়। পরে ঢাকা উত্তর সিটি করপরেশনের মেয়র আতিকুল ইসলাম আসেন। তার উপস্থিতিতেই অবৈধ উচ্ছেদ ফের শুরু হয়।
মেয়র বলেন, এটি বৃহত্তর স্বার্থের জন্য করা হচ্ছে। কিছু মানুষ শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে গন্ডোগোল করছে। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
পরবর্তীতে মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এলে স্বাভাবিকভাবে উচ্ছেদ অভিযান শুরুর চেষ্টা করে সিটি করপোরেশন।
এসময় এলাকাবাসী এবং পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের মধ্যে বহুমুখী সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়ার মতো ঘটনা ঘটে। এলাকাবাসীদের ছত্রভঙ্গ করতে একশন যেতে হয় পুলিশকে।
অভিযানের এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সক্ষম হয় পুলিশ। শুরু হয় অভিযান।
ঢাকা,বৃহস্পতিবার,২১ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।