ভারতের সব মানুষ এখনো করোনা ভ্যাকসিন পায়নি। তারপরও দেশটি যেভাবে বাংলাদেশকে সম্মান দেখিয়েছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে।ভারতের ভ্যাকসিন উপহার বন্ধুত্বের অনন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দেশের কিছু রাজনৈতিক দলের মূল এজেন্ডা ভারতের বিরোধিতা করা।
রোববার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম বর্ষে পদার্পণ ও দেশপ্রেম দিবসে আন্তর্জাতিক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশ এবং ভারত যেভাবে একসঙ্গে কাজ করেছে, একইভাবে ভবিষ্যতেও দু’দেশের মাঝে এ সুসম্পর্ক বজায় থাকবে।
সুভাষ চন্দ্র বসুর নেতৃত্ব ও আদর্শ বহন করেছেন বঙ্গবন্ধু। জনগণের জন্য কাজ করেছেন। দুজনেই দেশপ্রেমে জীবন উৎসর্গ করেছেন। তাদের আদর্শে উজ্জীবিত হতে হবে। দেশের জন্য বঙ্গবন্ধুর অবদান মনে রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক,সিনিয়র সাংবাদিক আবেদ খান সহ অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা,রোববার,২৪ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।