সোমবার বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরো ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন এসেছে, এটি চুক্তির আওতায় ভ্যাকসিনের প্রথম চালান। এগুলো নেয়া হবে বেক্সিমকোর ওয়্যারহাউজে।সোমবার (২৫ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ভ্যাকসিনবাহী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এসব করোনার ভ্যাকসিন পরিবহনের জন্য বিমানবন্দরের ৮ নম্বর গেটে বিশেষ মিনি কাভার্ড ভ্যান রানওয়েতে যেতে বাইরে অপেক্ষা করছে।এ ভ্যাকসিনগুলো বিমানবন্দর থেকে নেওয়া হবে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকোর ওয়্যারহাউজে। সেখাসেই সংরক্ষণ করা হবে ভ্যাকসিনগুলো।
ঢাকা,সোমবার,২৫ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।