গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৩ মার্চ নতুন দিন ঠিক করেন আদালত।মঙ্গলবার (২৬ জানুয়ারি) এই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।তবে, অসুস্থ থাকায় এদিন খালেদা জিয়া আদালতে হাজির হননি। তাই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম আগামী ৩ মার্চ শুনানির নতুন দিন ঠিক করেন।
ঢাকা,মঙ্গলবার,২৬ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।