ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকোর আমদানি করা করোনার ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের জন্য উপযুক্ত হওয়ায় ছাড়পত্র দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঔষধ প্রশাসন অধিদপ্তর মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৫০ লাখ করোনার টিকার চালান এসে পৌঁছায়। টিকা আসার পর সেটি সরাসরি বেক্সিমকোর টঙ্গী গুদামে নিয়ে যাওয়া হয়। পরে সরকারের চাহিদা অনুসারে বিতরণ করা হবে।এর আগে, মান পরীক্ষায় ঔষধ প্রশাসন অধিদপ্তরে ভ্যাকসিসের নমুনা জমা দেয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কাল শুরু হচ্ছে পরীক্ষামূলক টিকা দেয়ার কার্যক্রম ও অনলাইন নিবন্ধন।মঙ্গলবার সকালে মান পরীক্ষার জন্য ভারত থেকে পাঠানো করোনার ভ্যাকসিন ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা দেয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।পরে সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভ্যাকসিন সংরক্ষণের সব নিয়ম-নীতি মেনে ৫০ লাখ ডোজের ছাড়পত্র দেয়া হয়েছে। ভ্যাকসিন নিয়ে গুজবের কোন কারণ নেই বলেও জানান তিনি।ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান বলেন,’বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস যে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে এসেছে। আমাদের কাছে তারা নথিপত্র জমা দিয়েছে এবং এই ৫০ লাখ ডোজের যে ভ্যাকসিন তা ব্যবহারের জন্য উপযুক্ত বলে আমরা সার্টিফিকেট দিচ্ছি।
ঢাকা,মঙ্গলবার,২৬ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।