ভারতের সেরাম ইনসটিটিউট কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিড-১৯ এর ভ্যাকসিন ‘কোভিডশিল্ড’ প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৭ জানুয়ারি) গণভবন থেকে এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে এ ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “টিকাদানের মাধ্যমে দেশ করোনাভাইরাস মোকাবেলায় সক্ষম হবে। প্রধানমন্ত্রী জানান, তিন কোটি ৪০ লাখ ডোজ কেনা হয়েছে। এরপর এগুলো সময়মতোই আসতে থাকবে। কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, এটা ঐতিহাসিক দিন। কেননা, অনেক দেশ এখনো ভ্যাকসিন পায়নি। সেখানে অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্বেও বাংলাদেশে ভ্যাকসিন আমদানি করেছে সরকার।এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনা ভ্যাকসিনের জন্য এক হাজার কোটি টাকা অগ্রীম বরাদ্দ করে রেখেছিলাম। যাতে করোনা ভ্যাকসিন আসার সাথে সাথে তা দেশের জনগণের কাছে পৌছে দেয়া যায়। করোনকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়, সামরিক বাহিনী, পুলিশ ও বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ যারা জনগণের প্রয়োজনে এগিয়ে এসেছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, কিছু কিছু লোক আছে যাদের দ্বারা কারো কোনও উপকারা হয় না। তাদের কাজই হলো মানুষের মনে সন্দেহ সৃষ্টি করা।
নার্স বেরোনিকা কস্তার দেহে টিকা প্রয়োগের মাধ্যমে টিকাদান শুরু করা হয়। দ্বিতীয় ব্যক্তি হিসেবে টিকা নেন ড. আহমেদ লুৎফুল মোবেন। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা টিকা গ্রহণ করেন।
চতুর্থ এবং পঞ্চম ব্যক্তি হিসেবে টিকা নেন পুলিশ সদস্য দিদারুল ইসলাম এবং সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।
প্রথম দিন দেয়া হচ্ছে ৩০ জনকে।
ঢাকা,বুধবার,২৭ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।