বাংলাদেশের বিপক্ষে সিরিজের ২য় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ফিল্ডিং করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমদিনের খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। চট্টগ্রাম টেস্টে হারের পর বাংলাদেশ একাদশে এসেছে কিছুটা পরিবর্তন। পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে আবু জায়েদ রাহীকে। এছাড়া ইনজুরিতে থাকা সাকিব আল হাসান ও সাদমান ইসলামের পরিবর্তে একাদশে ফিরেছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন।
ক্রীড়া ডেস্ক,বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।