সিলেটে সৎ মা ও ভাই-বোনকে কুপিয়ে হত্যা করেছে আহবাব হোসেন নামের এক তরুণ।তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টাকালে ঘাতককে ছোরাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সিলেট মহানগরের শাহপরান থানাধীন খাদিমপাড়া এলাকার মীর মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন রুবিয়া ও তার মেয়ে মাহা (৯)। গুরুতর অবস্থায় নিহতের শিশু পুত্র তাহসানকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে প্রাণান্তর চেষ্টা করেন। কিন্তু ভোরবেলা মারা যায় তাহসান।
স্ত্রী আর দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ ব্যবসায়ী আবদাল হোসেন খান বুলবুল। তার প্রথমপক্ষের ছেলে আহবাব হোসেন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্ত্রী রুবিনা বেগম, ৯ বছরের মেয়ে মাহা ও ৭বছরের ছেলে তাহসানকে।
ঘটনার পর আহবাব একটি কক্ষ বন্ধ করে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধারের পর আটক করে।সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান তাহসানের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, মা-মেয়ে, ছেলে তিনজনকে একাই খুন করেছেন মাহবুব হোসেন আবাদ। খুনের ঘটনায় ব্যবহৃত খন্তি ও ছুরি উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা,শুক্রবার,১৯ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।
সিলেট,শুক্রবার,১৯ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।