রাজধানীর মানিকনগরে কুমিল্লা পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট এক ঘণ্টা ২৫ মিটিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।।রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফয়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।কিভাবে আগুনের উৎপত্তি এখন পর্যন্ত জানা যায়নি।
ঢাকা,রোববার,২১ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।