চট্টগ্রামের বায়েজীদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ইমন রনি নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।রোববার (৭ মার্চ) রাতে সংঘর্ষের এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রীতম সরকার বলেন, দু’গ্রুপের সংঘর্ষে ইমন নামের একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। তা বিশ্লেষণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত ইমন পেশায় সিএনজি চালক হলেও সদ্য ঘোষিত বায়েজীদ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছিলেন।
,রোববার,০৭ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।