চট্টগ্রাম কারাগার থেকে নিখোঁজ বন্দি রুবেলকে খুঁজতে কারা অভ্যন্তরে ফায়ার সার্ভিস দিয়ে তল্লাশি শুরু করা হয়েছে। কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রধান ছগির মিয়া এ কথা জানান।সোমবার (০৮ মার্চ) সকালে কমিটির সদস্যরা ডিআইজি প্রিজন কার্যালয় ও কারাগার পরিদর্শন করেন। সমন্বিতভাবে সব কিছু মাথায় রেখে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটি প্রধান।
রুবেল কারাগারের অভ্যন্তরে কোথাও আছে নাকি বের হয়ে গেছে সে বিষয়ে নিশ্চিত হতে ফায়ার সার্ভিস দিয়ে ম্যানহোলসহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালানো হচ্ছে।
নিখোঁজের ঘটনায় খুলনা বিভাগের ডিআইজি প্রিজন ছগির মিয়াকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে সাত কর্মদবিসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
শনিবার কারাগার থেকে নিখোঁজ হয় ফরহাদ হোসেন রুবেল। নগরীর সদরঘাট থানার করা হত্যা মামলার আসামি সে।
চট্টগ্রাম,সোমবার,০৮ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।