চট্টগ্রামে প্রবাসী তোতা হত্যার দায়ে ৮ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (০৮ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ ফারজানা আকতার এ রায় ঘোষণা করেন।
২০০৩ সালের ১ জানুয়ারি ফটিকছড়ির রাঙামাটিয়া এলাকায় প্রবাসী নেছার আহমদ প্রকাশ ওরফে বাইল্যা তোতাকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী মোরশেদা আক্তার বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন। মৃতুদণ্ডপ্রাপ্ত ৮ আসামিদের মধ্যে শাহীন নামে একজন কারাগারে রয়েছেন। আর বাকি সাত আসামি পলাতক। পলাতক আসামিরা তারা হলেন- বাবুল, নুরুল ইসলাম, জোবায়ের, দিদার, আবু বক্কর, জংশু ও ইসমাইল। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।দীর্ঘ শুনানি শেষে হত্যার ১৮ বছর পর অবশেষে আজ রায় ঘোষণা করলো আদালত।
চট্টগ্রাম,সোমবার,০৮ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।