প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রোববার (২১ মার্চ) বিকেলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।করোনা থেকে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি জানিয়েছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। তিনি বলেন, ‘আব্বার শরীরের অবস্থা খুব একটা ভালো না। আইসিইউতে নেওয়া হয়েছে। তার ফুসফুস ৪০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গতকালের চেয়ে আজ কিছুটা উন্নতি হয়েছে। আগে ২০ লিটার অক্সিজেন প্রয়োজন হতো, এখন ১০ লিটার লাগছে। চিকিৎসক বলছেন তিনি সুস্থ হয়ে উঠবেন-এই অবস্থায় দুইদিন অতিবাহিত হলেই আর ঝুঁকি থাকবে না। আব্বার জ্ঞান আছে এবং তিনি কথাও বলতে পারছেন। দেশবাসীর কাছে আব্বার সুস্থতার জন্য দোয়া চাইছি। ’
বিনোধন ডেস্ক,সোমবার ২২ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।