বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশ-ভারত এক সঙ্গে কাজ করছে বলেও মন্তব্য করেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার (২৭মার্চ) গোপালগঞ্জের ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের সুধী সমাবেশে রাখা বক্তব্যে এসব কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুপুরে ওড়াকান্দি পৌঁছালে সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ স্বাগত জানায় ভারতীয় প্রধানমন্ত্রীকে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মতুয়া সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী।
বক্তব্যে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের নানান দিক তুলে ধরে সারা বিশ্বের শান্তি কামনা করেন নরেন্দ্র মোদী। এছাড়া বাংলাদেশ-ভারত একে অপরের সহযোগী উল্লেখ করে বাংলাদেশের এগিয়ে যাবার প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বের সামনে বিকাশ ও পরিবর্তনের উদাহরণ।’
মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের ওড়াকান্দির মাটিকে পূণ্যভূমি উল্লেখ করে এই মাটিতে পা রাখা তাঁর জন্য সৌভাগ্যের বলে জানান মোদী। এ সময় ওড়াকান্দিতে ভারতের মতুয়া সম্প্রদায়ের জন্য তীর্থযাত্রা আরও সহজ করার কথাও জানান মোদী। ওড়াকান্দি ভারত-বাংলাদেশ আত্মিক সম্পর্কের তীর্থভূমি বলেও মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী।
এর আগে, সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান মোদী। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে পৌঁছান নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনায় অংশ নেন নরেন্দ্র মোদী।
গোপালগঞ্জ,শনিবার,২৭ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।