মাধবদী(নরসিংদী)সংবাদাতাঃ গত ২৮ মার্চ বিকালে বিএনপি, জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ব্যানারে মাধবদীতে বাস, ট্রাক, পৌর ভবন ও দোকানপাট ভাংচুর করে লুটপাটের প্রতিবাদে মাধবদী থানা, শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আজ বিকালে ৪টায় মাধবদী শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। মাধবদী এস.পি.ইনষ্টিটিউশন(সতি প্রসন্ন) বিদ্যালয় মাঠে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ জমায়েত হয়ে মাধবদী শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে মাধবদী ম্যানচেষ্টার চত্বরে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাধবদী পৌর মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও মাধবদী পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মনির শাহ, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সেলিম সিকু, মাধবদী কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাসুদ রানা জুনিয়র সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া(ভিপি জসিম), পাইকারচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম, কাঠালিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীণা আক্তার, মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন, মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক আলাউদ্দিন আল আজাদ, নরসিংদী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, মাধবদী শহর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বাকির হোসেন ও ভিপি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী আরমান, মাধবদী শহর যুবলীগের সভাপতি সাইদুর রহমান, নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সানাউল্লাহ মোল্লা, কাঠালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আজিজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ নজরুলইসলাম মাধবদী(নরসিংদী)সংবাদাতা
নরসিংদী,বুধবার,৩১ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।