লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।আজ থেকে এ ভাড়া কার্যকর হবে। তবে লঞ্চের কেবিনের জন্য এ ভাড়া প্রযোজ্য নয়।বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে স্বাস্থ্যবিধি মানা কঠিন। এজন্যই স্বাস্থ্যবিধি মানাতে লঞ্চের ভাড়া বাড়ানো হচ্ছে। একইসঙ্গে যাত্রী সাধারণকে খুব বেশি প্রয়োজন ছাড়া বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, করোনার দ্বিতীয়ধাপ প্রথম ধাপের চেয়ে বেশি মনে হচ্ছে। ১৮ দফা স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে। এরপর লঞ্চে যাত্রী পরিবহনে যারা জড়িত তাদের নিয়ে সভা করেছি। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালাতে সবাই একমত হয়েছেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মানাতে গেলে ভাড়া বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। কারণ লঞ্চগুলো অর্ধেক যাত্রী পরিবহন করবে। তাই ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে, তবে কেবিনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।
১ এপ্রিল বৃহস্পতিবার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে জানিয়ে খালিদ বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেন এ সময় কোথায় যাতায়াত না করেন। কারণ শক্তি প্রয়োগ করে স্বাস্থ্যবিধি মানানো কঠিন ব্যাপার।বর্ধিত ভাড়া কতো দিন পর্যন্তরকার্যকর হবে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের নির্দেশনাগুলো যতদিন কার্যকর থাকবে ততোদিন বর্ধিত লঞ্চ ভাড়া বহাল থাকবে।
ঢাকা,বৃহস্পতিবার,০১ এপ্রিল,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।