বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে রিজভীর পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেছে। আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেয়া হয়। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার,০১ এপ্রিল,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।