সংবিধানে যেভাবে লেখা আছে সেভাবে নির্বাচন হবে। অ্যামেরিকা, ইউরোপে যেভাবে নির্বাচন সেভাবে বাংলাদেশেও নির্বাচন হবে এবং সেখানে বিএনপিও অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। কুমিল্লায় নবগঠিত লালমাই উপজেলার বাগমারায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন শেষে মন্ত্রী একথা বলেন।তিনি বলেন, ‘সংবিধানে যেভাবে লেখা আছে সেভাবে নির্বাচন হবে। অ্যামেরিকা, ইউরোপে যেভাবে নির্বাচন সেভাবে বাংলাদেশেও নির্বাচন হবে। নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে। নির্বাচনের প্রস্তুতি নেন। জার্সি পরে মাঠে থাকবো। আমার জার্সি নৌকা আর আপনার জার্সি ধানের শীষ।’
২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।এছাড়া, বর্তমান নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবে বলেও জানান তিনি।
ঢাকা, রোববার, ২৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।