যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শহরের ব্রঙ্কস পৌর এলাকার প্রসপেক্ট এভিনিউর একটি ভবনে এ ঘটনা ঘটে। ভবনটি ব্রঙ্কস চিড়িয়াখানা ও ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অবস্থিত। খবর পেয়ে দমকলবাহিনীর ১৬০ কর্মী আগুন নিয়ন্ত্রণে আনলেও অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি। ভবনটি থেকে সব বাসিন্দাদের বের করে পাশের একটি স্কুলে আশ্রয় দেয়া হয়েছে।সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, পাঁচতলা ওই ভবনটি কমপক্ষে ১০০ বছরের পুরোনো। সেটিতে কমপক্ষে ২০টি ফ্ল্যাট রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার,২৯ ডিসেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।