বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলায় আগামী ১৪ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজিরের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তাঁর পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন করে দিন ধার্য করেন।
ঢাকা,সোমবার, ২৭ ফেব্রুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।