কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন হাজারের বেশি স্কুল শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যবহারিক ক্লাসের বিশাল আয়োজন শেষ হলো। ড. জাফর ইকবালের তত্ত্বাবধানে দেড় ঘণ্টাব্যাপী ক্লাসে শিক্ষার্থীরা হাতে কলমে চৌম্বক তরঙ্গের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেয়েছে। এতো বড় ক্লাসে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। আর সফলভাবে ক্লাস শেষ করতে পারায় গিনেজ বুকে নাম লেখানোর ব্যাপারে আশাবাদী আয়োজকরা।মোট ৩ হাজার ২শ’ শিক্ষার্থী। সাদা কাপড়ের দেয়ালে তৈরি বিশ্বের সবচে বড় ক্লাসরুম। এমনই আয়োজনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে একই ছাদের নিচে অনুষ্ঠিত হলো ব্যবহারিক ক্লাস।ডক্টর মুহম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে আশি জন শিক্ষকের সহযোগিতায় বেলা ১১টার দিকে শুরু হয় মহড়া ক্লাস। দুপুর ১২টায় শুরু হয় মূল ক্লাস।এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
এদিকে, সফলভাবে এ আয়োজন শেষ করতে পারায় অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি মিলবে বাংলাদেশের এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
কিশোরগঞ্জ,বুধবার, ১১ জানুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।