জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে খণ্ডিত তথ্য ও মিথ্যাচার বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে খণ্ডিত মিথ্যাচার বন্ধ করতে তথ্য অধিকার আইন খুবই জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।‘তথ্য অধিকার দিবস’ উপলক্ষে তথ্য মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় তিনি আরো বলেন, জঙ্গিবাদ দমনে ও প্রশাসনের দুর্নীতি রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, সাংবাদিকরা এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন। তথ্য অধিকার আইন কাজে লাগিয়ে তাঁরা যেকোনো তথ্য উদঘাটন করতে পারছেন।তথ্যমন্ত্রী বলেন, ২০০৯ সালে তথ্য অধিকার আইন কার্যকর হওয়ার পর তথ্যের ব্যাপক আদান-প্রদান হচ্ছে। তৃণমূল পর্যায়ের মানুষও তথ্য পাচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, ‘যারা পরাজিত শত্রু। সাম্প্রদায়িক শত্রুরা পাল্টা আক্রমণ শুরু করে। আর সেই আক্রমণের প্রধান হাতিয়ার হলো খণ্ডিত মিথ্যাচার। খণ্ডিত তথ্য মিথ্যাচারের মধ্য দিয়ে বিভ্রান্তির বেলুন ফানুস উড়াতে থাকে। সেই ফানুসের মধ্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করা হয়। এর মাধ্যমে অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে খণ্ডিত মিথ্যাচার বন্ধ করতে তথ্য অধিকার আইন খুবই জরুরি হয়ে পড়েছে।’
মন্ত্রী তথ্য অধিকার আইনের সুবিধা গ্রহণ করতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকা,মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।