জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের।অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৯তম আসরে সেরা পার্শ্ব অভিনেতা হলেন কৃষ্ণবর্ণের মাহারশালা আলি।সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতলেন ভায়োলা ডেভিস। ‘ফেসেন্স’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউডের ডলবি থিয়েটারে শুরু হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৯তম আসর। সেখানে সবশেষে আসে সেরা ছবির নাম ঘোষণার পালা। আর সে সময় ঘটলো গণ্ডগোল। সেরা ছবি ‘মুনলাইট’ হলেও ভুল করে ঘোষণা দেওয়া হয় ‘লা লা ল্যান্ড’-এর নাম।
সেরা ছবির কৃতিত্ব দেওয়া হয় ‘লা লা ল্যান্ড’-কেই। কিন্তু না, ঘোষণাটি নাকি ছিল ভুল! নাম সংশোধন করে জানানো হয়, সেরা ছবির পুরস্কার পাচ্ছে ‘মুনলাইট’।এবারের অস্কারে সেরা ছবি, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা চিত্রনাট্য (গৃহীত) বিভাগে পুরস্কার লাভ করে ‘মুনলাইট’। ছবিটি মনোনয়ন পেয়েছিল আটটি বিভাগে।অন্যদিকে, সেরা পরিচালক হয়েছেন ড্যামিয়েন শ্যাজেল। তাঁর পরিচালিত ‘লা লা ল্যান্ড’ পাঁচটি বিভাগে পুরস্কার পায়, ছবিটি মনোনয়ন পেয়েছিল ১৪টি বিভাগে।‘লা লা ল্যান্ড’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন এমা স্টোন।
বিনোদন ডেস্ক, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।