উৎসবের আমেজে চট্টগ্রাম চিড়িয়াখানায় সম্পন্ন হলো সিংহ বাদশা ও সিংহী নোভার বিবাহ পর্ব।বিয়ে উপলক্ষে রং-বেরংয়ের বেলুন দিয়ে সাজানো হয় পুরো চিড়িয়াখানা। বুধবার সকালে ফয়েস লেক চিড়িয়াখানায় বিয়ের অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা।পরে ৩৭ কেজি মাংস দিয়ে তৈরি করা কেক কেটে, সিংহ বাদশা ও সিংহী নোভার বিবাহ পর্ব সম্পন্ন হয়। এসময় আনন্দ আয়োজনের সঙ্গী হন চিড়িয়াখানায় বেড়াতে আসা দর্শনার্থীরাও।গত ৫ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানা থেকে বংশবৃদ্ধির জন্য নিয়ে আসা হয় সিংহ বাদশাহকে। এরপর দেড় সপ্তাহ সিংহটিকে একা একটি খাঁচায় রাখা হয়। প্রতীকী বিয়ের মধ্য দিয়ে আজ থেকে সিংহ বাদশা ও সিংহী নোভাকে একই খাঁচায় রাখা হবে বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম,বুধবার, ২১ সেপ্টম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।