ভারতের আসাম থেকে উজানের ঢলে ভেসে আসা হাতিটি সাড়ে ১০ ঘণ্টা অজ্ঞান থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে, তার জ্ঞান ফেরে।
দুর্বলতা থাকলেও হাতিটি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। এছাড়া, রাতে কলাগাছ ও অন্যান্য খাবার খাওয়ায় তার শারীরিক শক্তি ফিরতে শুরু করেছে বলে জানান তারা।
এর আগে, গতকাল বেলা তিনটার দিকে চেতনানাশক ‘মেটাল ড্রাগ’ প্রয়োগের মাধ্যমে হাতিটিকে অচেতন করে ময়মনসিংহের বন্যপ্রাণী ব্যবস্থাপনা কর্মকর্তা গোবিন্দ রায়ের নেতৃত্বে ১৯ সদস্যের উদ্ধারকারী দল। এরপর স্থানীয়দের সহযোগিতায় হাতিটিকে জলাশয় থেকে টেনে ডাঙ্গায় টেনে তোলা হয়।
ময়মনসিংহ,শুক্রবার, ১২ জুলাই, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।