পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহি অটোভ্যান উল্টে শুভ (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বালিয়াতলী-কুয়াকাটা সড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বালিয়াতলী সামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শুভ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরধুলাসার এলাকা থেকে মামা বাড়ী বড়বালিয়াতলী যাওয়ার পথে অটোভ্যান উল্টে গেলে সে এ দূর্ঘটনার শিকার হয়। সে উপজেলার ধুলাসার ইউনিয়নের চরধূলাসার গ্রামের মো.ফোরকান ভূইঁয়ার ছেলে বলে জানা গেছে।কলাপাড়া থানার ডিউটি আফিসার এস আই সুজন জানান, এ ঘটনায় শুভ’র মামা মো.হুমায়ুন মিয়া বাদী হয়ে চালক মাইনুদ্দিনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি,
পটুয়াখালী,সোমবার, ২৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।