নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।গতকাল বুধবার গভীর রাতে রূপগঞ্জে কাঞ্চন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শরীফ হোসেন। তিনি রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা।পুলিশের দাবি, শরীফ হোসেন আন্তজেলা ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলি, বিদেশি পিস্তল ও বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে কাঞ্চন ব্রিজ এলাকায় অভিযানে যায় তারা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে, বাকীরা পালিয়ে গেলেও ২জনকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এসময় শরীফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত শরীফের বিরুদ্ধে অন্তত ১০টি ডাকাতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ,বৃহস্পতিবার,২৮ ডিসেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।