পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত গভীর পৌর শহরের সদর রোড এলাকার একটি মিষ্টির দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। মুহুর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করেন। এতে কমপক্ষে ৫০ লক্ষাধিক টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে
স্থানীয়া প্রাথমিক ভাবে ধারনা করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের ভয়াবহতায় মিষ্টির দোকান, কাপড়ের দোকান, ইলেক্ট্রনিক্ধসঢ়;্র সামগ্রীর দোকান, মুদি-মনোহরি দোকান, চালের দোকান, ঘোল-মুড়ির দোকান, মোবাইল সামগ্রীর দোকানসহ ১২টি দোকান পুড়ে গেছে। সোমবার সকালে সাবেক প্রতিমন্ত্রী আলহাজ¦ মাহবুবুর রহমান তালুকদার এমপি, উপজেলা চেয়াম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নরোত্তম চন্দ্র ঘোষ জানান, রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় মিষ্টির দোকানের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।এরপর মুহুর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। পরে কলাপাড়া ও পার্শবর্তী আমতলী উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন আনে।
অপর এক ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ি আবুল কলাম জানান, আগুনে আমার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানের কোন মাল রক্ষা করতে পারি নাই।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আগুনটি কীভাবে লেগেছে তা হঠাৎ করে বলা যাবেনা। তদন্তের পরে বলা যাবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি,
পটুয়াখালী,সোমবার, ২৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।