পটুয়াখালীর কলাপাড়ায় প্রকৃতিকভাবে জন্মানো ম্যানগ্রোভ প্রজাতির গোলগাছ স্থানীয়রা কেটে উজার করে ফেলছে। বন বিভাগের উদাসীনতায় এক শ্রেনীর সুবিধাবাদীরা নাম মাত্র মুল্য প্রদান করে এসব গাছ ধ্বংস করে ফেলা হচ্ছে। ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী এ গাছ গুলো ক্রমসই বিলুপ্তি হওয়ার আশংকা দেখা দিয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের চাকামইয়া ব্রীজ সংলগ্ন নদীর পাড়ে পরীক্ষামুলকভাবে আবাদ করা ওইসব গাছ কেটে নিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির নামের এক ব্যাক্তি স্থানীয় বন বিভাগ থেকে লিজ নিয়ে সাব লিজ দিয়ে বিক্রি করছেন। এ বিষয়ে কলাপাড়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, সুন্দরবন সংরক্ষন নীতিমালার আওতায় ১২ টাকায় এক পোন (৮০পিচ) হিসাবে এসব গাছ লিজ দেয়া হয়েছে। যদি গাছ গুলো ক্ষতি করে কাটে তার বিরুব্দে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
উত্তম কুমার হাওরাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।