ম্যানগ্রোভ বন‘‘সুন্দরবন” হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বন। সুন্দরবনের কলাগাছিয়া শ্যামনগর টুরিষ্ট স্পট পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম.পি। এই সময় সুন্দরবনের প্রকৃতি প্রেমে পড়েন এবং প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেন।
এখানকার পশু ও পাখিদের আদর করার চেষ্টা করেন স্বরাষ্টমন্ত্রী।
এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডি.আই.জি মোঃ দিদারুল ইসলাম, স্বরাষ্ট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, পুলিশ কর্মকর্তা বৃন্দ, স্থানীয়নেত্রী বৃন্দ ও সুন্দরবন এর কর্মকর্তাবৃন্দ।এর পরে দুপুরে সুন্দরবনের কুখ্যাত জলদুস্য ডন বাহিনী, ছোট জাহাঙ্গীর বাহিনী ও ছোট সুমন বাহিনীর প্রধানসহ মোট ২৮টি দেশী- বিদেশী অস্ত্র বিপুল পরিমাণ গুলিসহ র্যাবের নিকট বাগেরহাট স্বাধীনতা উদ্যান, বাগেরহাট জেলা পরিষদ নামক স্থানে আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে।
উক্ত আত্মসমর্পন অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্যগণ ও র্যাবের মহাপরিচালক (ডি.জি) বেনজির আহমেদ প্রমুখ।
কলাগাছিয়া,রোববার,০১ এপ্রিল , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।