পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীন মানুষের ব্যাংকিং সেবা দের-গোড়ায় পৌঁছে দিতে অগ্রনী ব্যাংকের নতুন শাখার উদ্ভোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতীবাজারে ১১৪তম শাখার ফিতা কেটে এ ব্যাংকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে। অগ্রনী ব্যাংক খেপুপাড়া শাখার ব্যবস্থাপক মো.সালাহউদ্দিনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক লিমিটেড বরিশাল শাখার সার্কেল ও মহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক পটুয়াখালী শাখার সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মু,আফজাল হোসেন, অগ্রনী দুয়ার সার্ভিসেস লিমিটেডের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট গাফফার খান, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো.দিদার উদ্দিন আহম্মেদ মাসুম , পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো.ফিরোজ সিকদার, লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা প্রমুখ। বক্তারা অগ্রনী দুয়ার ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে আলোকপাত করেন।এছাড়া এ ব্যাংকে লেনদেন করার জন্য সবাইকে অনুরোধ জানান।
রাসেল কবির মুরাদ কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার,০৯ এপ্রিল , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।