আলজেরিয়ায় বিধ্বস্ত হয়েছে সামরিক বাহিনীর একটি প্লেন। এতে ২৫৭ আরোহীর প্রাণহানি হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম। বুধবার (১১ এপ্রিল) রাজধানী আলজিয়ার্সের বাইরে বৌফারিক বিমানঘাঁটির কাছে প্লেনটি বিধ্বস্ত হয়।স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, প্লেনটিতে থাকা ২৫৭ আরোহী মারা গেছেন, যাদের বেশিরভাগই সেনা সদস্য। রাজধানী থেকে প্লেনটি যাচ্ছিল পশ্চিমের শহর বেচার।ঘটনাস্থল থেকে ১৪ অ্যাম্বুলেন্স আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালগুলোতে নিয়ে গেছে।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার,১১ এপ্রিল, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।