দেশের তরুণ প্রজন্মকে সরকারি চাকরির জন্য অপেক্ষা করার দরকার নেই, কারণ অসংখ্য চাকরি নিয়ে তথ্যপ্রযুক্তি (আইটি) খাত অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনের বিপিও সামিটের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সজীব ওয়াজেদ।সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস প্রতিবছর মাত্র তিন থেকে চার হাজার মানুষকে চাকরি দেয়। এটা সংখ্যায় স্বল্প। আমরা এর চেয়ে বেশি নিচ্ছি আমাদের তথ্যপ্রযুক্তি খাতে।’মতপ্রকাশের স্বাধীনতা বন্ধ করার জন্য ডিজিটাল আইন করা হয়নি, বরং দেশের সংখ্যালঘুদের রক্ষাসহ বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতেই এ আইন করা হয়েছে বলে মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।পোশাক শিল্পের মতো আউটসোসিং খাতেও বাংলাদেশ বিশ্বে জায়গা দখল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তথ্য-প্রযুক্তি ডেস্ক,রোববার,১৫ এপ্রিল , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।